হোম > সারা দেশ > নোয়াখালী

ওবায়দুল কাদেরের কাছে তার ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কোম্পানিগঞ্জ আ.লীগের

প্রতিনিধি

নোয়াখালী: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরেক নেতার ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদেরের কাছে এ দাবি জানান তিনি।

আজ সোমবার দুপুরে ফেসবুক লাইভে এসে মিজানুর রহমান বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও আব্দুল কাদের মির্জার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে এসে সম্মিলিতভাবে তাকে প্রতিহত করা হবে।

আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী ওপর হামলার ঘটনা ঘটে। তিনি নিজ কার্যালয়ে থেকে বসুরহাট যাওয়ার পথে কলাবাগান এলাকায় হামলার স্বীকার হন। তার পায়ে গুলি লাগে। আহত নুর নবী চৌধুরীকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুজ্জামান স্বপন।

মিজানুর রহমান বাদলের অভিযোগ, পৌর মেয়র কাদের মির্জার নির্দেশে তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তার ছেলে তাশিক মির্জার নেতৃত্বে নুর নবীকে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়। এতে তার এক পা গুলিবিদ্ধ হয় এবং অন্য পা ভেঙে যায়। 

এদিকে বাদলের এই অভিযোগ অস্বীকার করেছেন মেয়র কাদের মির্জা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে মিজানুর রহমান বাদল বলেন, আপনি আর কত চুপ থাকবেন, আমাদেরকে আর কত চুপ থাকতে বলবেন। আপনি আমাদেরকে চুপ থাকতে বলেন। অথচ চাইলেই জনগণকে সাথে নিয়ে এ অপরাজনীতি আমরা প্রতিহত করতে পারি।

এসময় মিজানুর রহমান বাদলের পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান উপস্থিত ছিলেন।

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত