হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে প্রথম করোনা শনাক্ত রোগীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেবল হক (৮০) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি চলতি বছর জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হন। গতকাল মঙ্গলবার রাতে তিনি মারা যান।

আজ বুধবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

ফরিদ উদ্দিন জানান, জেবল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশির হাট ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের বাসিন্দা ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গতকাল দুপুরে হাসপাতালে আসেন। উপসর্গ থাকায় দায়িত্বরত চিকিৎসক তাঁর করোনা পরীক্ষা করার জন্য বলেন। নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।

হাসপাতালের তত্ত্বাবধায়ক আরও জানান, জেলার আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটিপিসিআর ল্যাবে কিছু সমস্যা এবং কিট না থাকায় সেগুলোতে টেস্ট চালু করা হয়নি। তবে জেনারেল হাসপাতালের ল্যাবে স্বল্পসংখ্যক কিছু কিট দিয়ে র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট করা হচ্ছে। এ পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয় এবং তিনি মারা যান। হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে রোগীর তেমন চাপ নেই। তবে প্রতিদিন এক-দুজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু