ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওমানের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওমানের সালালাহ নগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী মোহাম্মদ রহিম (২৫) কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোফর আলী ভুঁইয়া বাড়ির ওবাইদুল হকের চতুর্থ সন্তান।
নিহতের বড় ভাই আবদুর রহমান শিপন এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ রহিম সালালাহ নগরীর সড়কে গাড়ি চাপা পড়েন। পরে তাঁকে স্থানীয় প্রবাসীরা উদ্ধার করে নিকটস্থ সুলতান কাবুস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মোহাম্মদ রহিম তিন মাস আগে ওমান পাড়ি জমান। তাঁর দুই বছর বয়সের একটি সন্তান রয়েছে।