হোম > সারা দেশ > নোয়াখালী

পূর্ণদিবস অবরোধ ডেকে দুপুরেই প্রত্যাহারের ঘোষণা কাদের মির্জার

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): পূর্বঘোষণা অনুযায়ী আজ বুধবার সকাল থেকে শুরু হয় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ডাকা পূর্ণদিবস অবরোধ কর্মসূচি। দুপুর দেড়টায় কাদের মির্জা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের ৬০ ঘণ্টা হরতাল চলাকালে অবরোধের নামে বাস-সিএনজি ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পূর্ণদিবস অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এদিকে মেয়র কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বুধবার দুপুর ১টায় ফেসবুক স্ট্যাটাস দিয়ে নেতা কর্মীদের বসুরহাট পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে ১শ সদস্য বিশিষ্ট 'সংগ্রাম কমিটি' গঠনের আহ্বান জানান।

মাহবুবুর রশিদ মঞ্জু গণমাধ্যমকে জানান, শনিবারের মধ্যে কাদের মির্জাকে দল থেকে স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তার করা না হলে আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত লাগাতার অবরোধ কর্মসূচি চলতে থাকবে। দলীয় এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এরইমধ্যে পৌরসভাসহ সকল ইউনিয়নে সর্বনিম্ন ১শ সদস্য বিশিষ্ট 'সংগ্রাম কমিটি' গঠন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের কাছে বৃহস্পতিবারের মধ্যে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত; দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার সঙ্গে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের বিরোধ চলে আসছে। এতে দফায় দফায় সংঘর্ষে দুজন নিহত ও শতাধিক নেতা কর্মী আহত হয়েছে। অর্ধশতাধিক মামলায় শতাধিক নেতা কর্মী কারাগারেও গেছেন। এ সকল নেতা কর্মীদের মধ্যে বেশ কয়েকজন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন এবং বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান