হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ধর্ষণের ঘটনার বর্ণনা দিলেন সেই নারী, পুলিশ সদস্য প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুধারাম থানা-সংলগ্ন ট্রাফিক পুলিশের মেসে ধর্ষণের শিকার হওয়া সেই নারী (২৩) আদালতে ২২ ধারার জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ঘটনার বর্ণনা দিয়েছেন। এদিকে ওই ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত ট্রাফিক পুলিশের কনস্টেবল মুকবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

আজ শনিবার বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর জবানবন্দি রেকর্ড করেন বিচারক নুর জাহান। এদিকে সেই নারী রাজি না হওয়ায় তাঁর ডাক্তারি পরীক্ষা করা হয়নি বলে নিশ্চিত করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম। তিনি বলেন, একটি আবেদনে ওই নারী ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষার আলামত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমান পাঠান বলেন, ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও তিনি নমুনা দিতে রাজি হননি। তাই পরীক্ষা করা সম্ভব হয়নি। শনিবার বিকেলে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন তিনি। আগামীকাল রোববার সকালে তাঁকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা নেওয়া হবে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে ট্রাফিক পুলিশের কনস্টেবল মুকবুল হোসেন তাঁদের মেসের বাবুর্চির কক্ষে ওই নারীকে ধর্ষণ করে। এ ঘটনায় সহযোগী ছিলেন তিনজন। ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে সুধারাম থানায় মুকবুল হোসেনসহ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চার আসামিকেই গ্রেপ্তার করে। বর্তমানে আসামিরা সবাই জেলা কারাগারে রয়েছে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ