হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী ২ শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সাইকেলকে চাপা দেওয়া ট্রাক। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে ট্রাকচাপায় সাইকেল আরোহী দুই শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাইজদী-চরমটুয়া সড়কে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলো বৈকুণ্ঠপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে আরাফাত হোসেন (৮) ও ফরিদাবাদ গ্রামের আবুল কালামের মেয়ে আসমা আক্তার (৮)। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। দুজনই বৈকুণ্ঠপুর ফরিদাবাদ কোয়ালিটি এডুকেশন স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে আসমার বাবা আবুল কালামের সাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল আসমা ও আরাফাত। সাইকেলটি মাইজদী-চরমটুয়া সড়কে উঠলে মাইজদী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। তাতে সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় আরাফাত ও আসমা। গুরুতর আহত অবস্থায় কালামকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম