হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ঘুষ দাবি করায় প্রকৌশলীকে গণপিটুনি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় বিদ্যুতের খুঁটি স্থাপনে ঘুষ দাবি করায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলীকে গণপিটুনি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বানু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বানু মাঝির বাড়িতে দুটি বিদ্যুতের খুঁটি বরাদ্দ দেওয়া হয়। খুঁটি দুটি স্থাপনের সময় বসুরহাট বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম এলাকাবাসীর কাছে এক লাখ টাকা দাবি করেন।

এ সময় এলাকাবাসী জানতে চান, মেয়র কাদের মির্জার নির্দেশে সরকারিভাবে খুঁটি বরাদ্দ ও লাগানো হচ্ছে। এ ক্ষেত্রে টাকা দিতে হবে কেন? জবাবে সাইফুল ইসলাম টাকা না দিলে খুঁটি তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন এবং স্থাপন করা একটি খুঁটি তুলে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাঁকে মারধর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পরে বসুরহাট বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী সাইফুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে ঘটেছে। এ বিষয়ে তাঁর থেকেই জেনে নিন।’

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬