হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় সাগর উত্তাল, লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল রয়েছে সাগর ও মেঘনা নদী। রিমাল সম্পর্কে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর সিপিপির সদস্যরা বিভিন্ন হাট-বাজার ও গ্রাম অঞ্চলে বেড়িবাঁধের ওপর এই মাইকিং করেন। এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। হাতিয়ায় সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা এই মাইকিং করেন। 

এদিকে ৩ নম্বর ও পরে ৬ নম্বর সতর্কসংকেত দেওয়ার পর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়, যাতে দুর্যোগকালীন যেকোনো ধরনের যোগাযোগ করতে সহজ হয়।

আজ রোববার সকাল থেকে হাতিয়ায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। বেড়িবাঁধের বাইরে অবস্থান করা ছোট ছোট চা-দোকানগুলোর মালামাল বেড়িবাঁধের ভেতরে নিয়ে যেতে দেখা যায়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, হাতিয়ায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। হাতিয়ার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে করা কন্ট্রোলরুম থেকে প্রতিটি ইউনিয়নের সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের