হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হানিফ সবুজ ও সাবেক সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদকের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান মামলাটি করেন। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর মোছা. ছামিরা আক্তার, মোসা. রিমা আক্তার, মোছা. মাহমুদা বেগম, শ্লেপা রানী দাস জন্মনিবন্ধনের জন্য আবেদন করে ফরম জমা দেন চরকাঁকড়া ইউপিতে। চেয়ারম্যান হানিফ সবুজ ও তৎকালীন ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অন্যায়ভাবে আর্থিক লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে ওই চারটি জন্মনিবন্ধন সনদ করে দেন। 

পরদিন ১৬ নভেম্বর ওই চারটি জন্মসনদ দিয়ে পাসপোর্ট তৈরি করতে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়ন পরিষদে এনআইডি করতে যান আবু বক্কর ছিদ্দিক সোহেল নামের এক ব্যক্তি। এ সময় ওই চারটি জন্মনিবন্ধন সনদ জাল হিসেবে ধরা পড়ে। 

এ ঘটনায় কবিরহাট থানায় একটি এজাহার দেওয়া হয়। পরে দুদক তদন্ত করে ঘটনায় জড়িত থাকায় মোহাম্মদ হানিফ সবুজ ও মোয়াজ্জেম হোসেনকে আসামি করে মামলা করে। 

জন্মনিবন্ধন সনদ জালিয়াতির বিষয়ে ২০২২ সালের নভেম্বরে একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হওয়ার পর মোয়াজ্জেম হোসেনকে হাতিয়ায় বদলি করা হয়। তিনি বর্তমানে হাতিয়া উপজেলার চানন্দিয়া ইউপিতে সচিব হিসেবে কর্মরত।

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান