হোম > সারা দেশ > নোয়াখালী

নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ, জেলেদের সতর্ক করে মাইকিং

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী হাতিয়ার বিভিন্ন মাছ ঘাট ও জেলেপল্লিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেদের সতর্ক করে মাইকিং করেছে কোস্টগার্ড। আজ সোমবার সকাল থেকে মাইকিং করা হয়েছে। 
 
জানা গেছে, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। এতে সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ সকাল থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। 

অপরদিকে, সকাল থেকে হাতিয়ায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার কারণে জোয়ারের তীব্রতা বেড়েছে। অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল। নিঝুম দ্বীপে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে কয়েকটি ওয়ার্ডের আমন ধান তলিয়ে গেছে। এ ছাড়া নলচিরা ও চরঈশ্বর ইউনিয়নের বেড়িবাঁধের বাইরে তিনটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে নিচু এলাকায় বসবাস করা মানুষের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ছে। 

এ বিষয়ে নলচিরা ইউনিয়নের চেয়ারম্যান মনছুর উল্যা শিবলী বলেন, ‘জোয়ারে ইউনিয়নের ফরাজি গ্রাম ও তালুকদার গ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। অনেকের বসতঘরে পানি ঢুকে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ থাকবে। 

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা