হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে হারিছ চৌধুরী বাজারের পাশে হাবুর খাল দখল করে গড়ে তোলা ২৬টি অবৈধ স্থাপনা ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন। এ সময় বিএডিসির সহকারী প্রকৌশলী মো. জুয়েল হোসেনসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় বহুদিন ধরে স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ ছিল। এতে স্থানীয় কৃষকেরা চরম দুর্ভোগে পড়েছিলেন। আজ অভিযানে অবৈধ দোকানঘরগুলো ভেঙে দেওয়া হয়।

স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, ‘এই খাল দিয়ে জমিতে পানি দিতাম। খাল দখলের কারণে কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে। এখন খাল মুক্ত হওয়ায় চাষাবাদে উপকার হবে।’

উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আব্দুল বারী বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে হাবুর খালটি দখল করে রাখা হয়েছিল। আমরা বারবার দাবি জানিয়েছিলাম দখলমুক্ত করার জন্য। আজকের অভিযান প্রমাণ করেছে, প্রশাসন চাইলে পরিবেশ রক্ষা করা সম্ভব।’

নোয়াখালীর সুবর্ণচরে খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছেন বলেন, ‘সরকারি খাল দখল করে কেউ স্থাপনা গড়তে পারবে না। হাবুর খাল কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সুবর্ণচরের দখল হওয়া অন্যান্য খালও পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।’

এর আগে গত শনি ও রোববার কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সুবর্ণচরের পানি সংকটাপন্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তাঁরা নদী ও খালগুলোর উৎসস্থল ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় সচিবেরা দখল হয়ে যাওয়া খাল ও নদী উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসনকে তাগাদা দিয়ে বলেন, প্রাকৃতিক পানির উৎস রক্ষা না করলে কৃষি ও সেচব্যবস্থা টেকসই হবে না। প্রশাসনকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক