হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে জামায়াত, নতুন ঘর হস্তান্তর

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো দম্পতির সন্তান কেশব দাসের হাতে ঘরের তালা-চাবি তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সনাতন ধর্মাবলম্বী এক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিহতদের পরিবারকে একটি চারচালা টিনের ঘর নির্মাণ করে দিয়েছে দলটি। বৃহস্পতিবার (১২ জুন) সকালে আনুষ্ঠানিকভাবে নিহত দম্পতির সন্তান কেশব দাসের হাতে ঘরটির চাবি তুলে দেওয়া হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম, বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আশরাফ, ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আশিকুল ইসলাম, হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কেশব দাস।

এর আগে গত ৩১ জানুয়ারি রাত ৩টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামের মুনদা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলন বালা আগুনে পুড়ে মারা যান। সেই সঙ্গে তাঁদের পালিত সাতটি গরুও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ভাগ্যজনক ওই ঘটনার পর জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারকে একটি ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাদের তত্ত্বাবধানে তা নির্মাণ সম্পন্ন হয়।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, ‘মানবতার খাতিরে আমরা সব সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।’

এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট