হোম > সারা দেশ > নোয়াখালী

ফেসবুকে প্রধানমন্ত্রী ও পদ্মা সেতু নিয়ে কটূক্তি, যুবককে পুলিশে দিল স্থানীয়রা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় নোয়াখালীর হাতিয়ায় তাজুল ইসলাম তপন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে হাতিয়া পৌরসভার লক্ষ্মীদিয়া এলাকায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।

আটক হওয়া তাজুল ইসলাম তপন হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হকের ছেলে। তিনি ঢাকায় একটি ব্যাংকে কর্মরত বলে জানিয়েছে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক তপন ঢাকায় একটি ব্যাংকে চাকরি করার সুবাদে ঢাকায় থাকেন। পদ্মা সেতু উদ্বোধনের আগে ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে তাঁর ফেসবুকে কটূক্তিমূলক একাধিক পোস্ট করেন। আমরা তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করার পর ‘পদ্মা সেতু উদ্বোধনের জন্য সরকার ঈদুল আজহা দুই দিন পিছিয়ে দিয়েছে’সহ অনেকগুলো সরকারবিরোধী পোস্ট পেয়েছি। তাঁর এই পোস্টগুলো হাতিয়ার লোকজনের নজরে আসে।’

ওসি আরও বলেন, ‘কয়েক দিন আগে তপন ঢাকা থেকে হাতিয়ায় আসেন। রাতে স্থানীয় লোকজন তাঁকে এলাকায় দেখতে পেয়ে আটক করে থানায় খবর দিলে আমরা তাঁকে নিয়ে আসি। তাঁর মোবাইল ফোন জব্দ করার পর তাঁর ব্যবহৃত ফেসবুক পোস্টে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঘটনায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা