হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে এক যুবককে গুলি করে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে মো. রুবেল হোসেন (২৭) নামের এক যুবকের ওপর হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় হামলাকারীদের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে আহত হন তিনি।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল হোসেন ওই এলাকার মো. হানিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন রুবেল। পথে হাকিমপুর ব্রিকফিল্ড এলাকায় ৭-৮ জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ও পরে তাঁর বুকের বাম পাশে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে মৃত ভেবে হামলাকারীরা রুবেলকে তাঁর বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।

পরে পথচারী ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় রুবেলকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আজ বৃহস্পতিবার ভোরে গুলিবিদ্ধ রুবেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক ব্যবসা-সংক্রান্ত ঘটনা নিয়ে তাদের নিজেদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ