বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার অপরাধে মো. আরিফুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ. এন. এম. মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ তথ্য নিশ্চিত করেছেন দুদক নোয়াখালী পিপি আবুল কাশেম।
পিপি আবুল কাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেওয়ার সময় তাঁর বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে নেন। পরে সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক। সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। সোমবার দুপুরে বিভিন্ন ধারায় তাঁকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।