হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে বিএনপির গণমিছিলের আগে ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বিএনপির গণমিছিলের আগে দলটির ২৪ নেতা-কর্মী আটক করে নাশকতার অভিযোগে আগের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন পৌর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ রাসেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. দেলওয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক  মো. মমিনুল হক কালা মিয়া ও শহর ছাত্রদলের আহ্বায়ক  মো. ওয়াসিমসহ ২৪ জন। 

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আগামী শনিবার জেলা শহরে বিএনপির গণমিছিল হওয়ার কথা। সে মিছিলকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শ্রমিক দলের আহ্বায়ক  মো. দেলওয়ার হোসেনের পৌর এলাকার সোনাপুরের বাড়িতে নেতা-কর্মীরা একত্রিত হয়। পরে তার বাড়িতে হাঁস পার্টি করছিল নেতা-কর্মীরা। তখন পুলিশ তাদের গ্রেপ্তার করে।’ গ্রেপ্তারদের বিরুদ্ধে আগের কোনো মামলা নেই বলেও দাবি করেন তিনি। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত