হোম > সারা দেশ > নোয়াখালী

মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে চিৎকার-চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

আটকেরা হলেন—তাহসিন সালমান (১৮), মাহমুদুর রহমান জিসান (১৮), সৈকত হোসেন (২২), আবদুল আল মামুন (১৮), ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), মোনতাকিম হোসেন (১৮), ইসপার হুদা তাবিব (১৮), মেহেদী হাসান (১৮), আবিদ শাহরিয়ার সিফাত (১৮), আহনাফ মাহি (১৮) ও সাইফুল ইসলাম (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আসছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওই সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান