হোম > সারা দেশ > নোয়াখালী

মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে চিৎকার-চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

আটকেরা হলেন—তাহসিন সালমান (১৮), মাহমুদুর রহমান জিসান (১৮), সৈকত হোসেন (২২), আবদুল আল মামুন (১৮), ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), মোনতাকিম হোসেন (১৮), ইসপার হুদা তাবিব (১৮), মেহেদী হাসান (১৮), আবিদ শাহরিয়ার সিফাত (১৮), আহনাফ মাহি (১৮) ও সাইফুল ইসলাম (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আসছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওই সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬