হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ইশরাকের গাড়িবহরে হামলা চেষ্টা, বাইকে আগুন ও গাড়ি ভাঙচুর

নোয়াখালী প্রতিনিধি

পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চেষ্টার অভিযোগে বিএনপি-আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার বিকেলে নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষক দল, শ্রমিক দল, তাঁতী, মৎস্যজীবী দল ও জাসাসের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। পদযাত্রায় অংশ নিতে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার চেষ্টা করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। 

এ সময় গাড়িবহরের সামনে থাকা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে হামলাকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়াসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ 

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ 

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির নেতা ইশরাকের গাড়িবহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের