হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, এক জেলে নিখোঁজ 

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় এমভি ফাতেমা-১ নামের মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ২০ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আব্দুর রহমান (৫০) নামের এক জেলে। 

আজ বৃহস্পতিবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি ট্রলারের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। 

ডুবে যাওয়া ট্রলারের মালিক ও মাঝি মোজাম্মেল হোসেন জানান, তিন দিন আগে ২১ মাঝিমাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যান তাঁরা। সাগর উত্তাল হয়ে পড়ায় তীরে ফিরে আসছিলেন। সকালে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এতে ২০ মাঝিমাল্লা সাঁতরে পাশে থাকা একটি ট্রলারে গিয়ে ওঠেন। কিন্তু কেবিনের মধ্যে থাকা ট্রলারের বাবুর্চি আব্দুর রহমান বের হতে পারেননি। তিনিসহ ট্রলারটি ডুবে যায়। 

জেলেদের উদ্ধার করা এমভি মা আয়েশা ট্রলারের মাঝি আলা উদ্দিন জানান, গত রাত থেকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে পড়ে। এতে সাগরে থাকা মাছ ধরার সব ট্রলার তীরে চলে আসতে থাকে। সকালে তাঁদের পাশে থাকা এমভি ফাতেমা-১ নামের ট্রলারটি ঢেউয়ের আঘাতে ডুবে যায়। পরে সাগরে ভাসতে থাকা মাঝিমাল্লাদের উদ্ধার করে ঘাটে আনা হয়। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

বুড়িরচর ইউনিয়নের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল আমিন জানান, উদ্ধার হওয়া ট্রলারের জেলেদের বাড়ি তাঁর ওয়ার্ডে। নিখোঁজ জেলের বাড়িতে মাতম চলছে। বৈরী আবহাওয়ার কারণে নিখোঁজ জেলেকে উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জীবিত উদ্ধার হওয়া জেলেদের অনেকে অসুস্থ হয়ে পড়ায় তাঁদের বুড়িরচর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের বিষয়ে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান