হোম > সারা দেশ > নোয়াখালী

খামারের পাশের ডোবায় মিলল খামারির মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের গুড়া মিয়ার দোকান এলাকার একটি ডোবা থেকে মো. জাহিদ হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ একজন মুরগি খামারি ছিলেন। গতকাল রোববার সকাল থেকে নিখোঁজ ছিলেন জাহিদ। পরে রাত সাড়ে ১২টার দিকে খামারের পার্শ্ববর্তী ডোবা থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জাহিদ হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয়রা বলছে, কবিরহাটের ব্যবসায়ী রাকিবের সঙ্গে শেয়ারে চরআলগী বাজার সংলগ্ন গুড়া মিয়ার দোকান এলাকায় মুরগির খামারের ব্যবসা করতেন জাহিদ। রোববার সকাল থেকে তাঁকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন সম্ভাব্য স্থানে তাঁকে খোঁজাখুঁজি করে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাঁর খামারের পার্শ্ববর্তী ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে তারা।

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে, প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার দায়ের করা হবে। 

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত