হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ১৮ বছর পর ব্যবসায়ী গোলাম মোস্তফা হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল মান্নান (৬৫) ও সোহেল (৩৫)। সম্পর্কে তারা বাবা-ছেলে।

আজ বুধবার বিকেলে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোর্শেদ খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি সোহেল উপস্থিত ছিলেন। অপর আসামি আবদুল মান্নান পলাতক।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এমদাদ হোসেন কৈশোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০টার দিকে গোলাম মোস্তফা নিজের প্রতিষ্ঠান জনতা বেকারিতে আয়-ব্যয়ের হিসাব করছিলেন। এ সময় আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। তারা মোস্তফাকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। নিহতের ছেলে জুয়েল ও কর্মচারী জসিম বাঁচানোর চেষ্টা করলেও আসামিদের বাধার মুখে এগিয়ে আসতে পারেননি।

এরপর দোকান থেকে এক লাখ টাকা লুট করে নিয়ে যান হামলাকারীরা। পরে নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ ১৮ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ মামলার রায় দেন।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম