নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-ফেনী আঞ্চলিক ফোর লেন সড়কে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে মাইক্রোবাসের আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বিকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছুঁনি ভূঁইয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
নিহত শিশুটির নাম জোসনা আক্তার। সে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি ফোর লেনে উন্নীত করার কাজ চলমান রয়েছে। ফেনী অংশের অধিকাংশ কাজ শেষ হলেও কয়েকটি স্থানে কিছু কাজ বাকি রয়েছে। ছোটখাটো কিছু কাজ বাকি থাকার সুযোগ কাজে লাগিয়ে ফেনী থেকে ছেড়ে আসা বাস, ট্রাকসহ বড় গাড়িগুলো তাদের উল্টো (ভুল) পথে একই লেন দিয়ে প্রবেশ করে। যার ফলে এ দুর্ঘটনা ছাড়াও ছোটখাটো দুর্ঘটনা ঘটছেই।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।