হোম > সারা দেশ > নোয়াখালী

‘প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা’

নোয়াখালী প্রতিনিধি

ওমানে সফি উল্যাহ শাকিল (২৪) নামের বাংলাদেশি এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার সকালে ওমানের মাসকাট শহরে এই ঘটনা ঘটে। শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।

শাকিলের ছোট ভাই আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তাঁর বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে কাজে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। গতকাল শনিবার সকালে মাসকাটে তাঁর থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান মোবাইল ফোনে বিষয়টি তাঁদের জানান। 

আবদুল্লাহ আরও বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে আগের রাতেও কথা বলেছেন তিনি। আমরা যতটুকু জেনেছি, তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর সঙ্গে রাগ-অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি।’ শাকিলের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবদুল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘শাকিলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে অন্য মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে লাশ আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা