হোম > সারা দেশ > নোয়াখালী

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

যুবলীগ কর্মী ইউসুফ দফাদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল পৌর শহরের বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে জয় বাংলা স্লোগান লেখা পোস্টার সাঁটিয়ে আসছিলেন ইউসুফ। সেই সঙ্গে এগুলো বেশ কয়েকবার ফেসবুকে লাইভ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার মোড়ে ইউসুফ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হানিফ গাজী প্রতিবাদ করেন। পরে বাজারের লোকজন হানিফকে সরিয়ে নেন। এরপর ইউসুফ ফেসবুক লাইভে পুনরায় স্লোগান দেন এবং যুবদল কর্মী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে ইউসুফকে আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে সন্ত্রাসী যুবলীগ কর্মী ইউসুফকে খুঁজছিলাম। আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা