হোম > সারা দেশ > নোয়াখালী

গৃহবধূর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান আসিফ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইজদী পৌর পার্কের সামনে থেকে মেহেদী হাসান আসিফকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে সুধারাম মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মেহেদী হাসান আসিফ জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, এক গৃহবধূর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেহেদী হাসান আসিফের। ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ভিডিও কলসহ কৌশলে গৃহবধূর কিছু অশ্লীল-আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে সেই ছবি-ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করে সেসব দেখিয়ে গৃহবধূর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী নারী বিষয়টি জানালে গোয়েন্দা পুলিশ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর মাধ্যমে তাঁকে মাইজদী পৌর পার্কে ডেকে নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পার্কের গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার যুবককে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান