করোনা নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে বাইরে আসা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ফেনীতে ২৮২ জনকে মোট ৯৫ হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ৬টি উপজেলার বিভিন্ন এলাকায় ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, মাস্ক না পরে বাইরে যাওয়া এবং অযথা বাইরে ঘোরাফেরা করার অপরাধে সকাল থেকে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এই সময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় মোট ২৮২টি মামলায় ২৮২ জনকে ৯৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে উপস্থিত সকলকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার বিষয়েও সতর্ক করা হয়।
করোনা থেকে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতনতা জরুরি উল্লেখ করে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।