হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে হাত-পা বাঁধা তরুণের মরদেহ উদ্ধার 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়ন থেকে হাত-পা মুখ বাঁধা বলরাম মজুমদার (১৬) নামক এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর পৌনে ২টার দিকে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি সংলগ্ন মহিষের ডগি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তরুণটির পরিচয় নিশ্চিত করতে না পারলেও ফেসবুকে যুবকের মরদেহের ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা তাকে শনাক্ত করে। পেশার অটোচালক যুবকটির নাম বলরাম মজুমদার। সে চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লনী গোপাল মজুমদার ও ঝর্ণা রানী মজুমদারের ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুরে মুসলিম পাড়া সমাজের এক নারী বাড়ির পার্শ্ববর্তী ধান খেতে মুখে স্কচটেপ পৌঁছানো ও হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

স্থানীয়দের ধারণা রোববার রাতের কোন একসময় দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা করে এখানে ফেলে গেছে। নিহতের মরদেহের পাশ থেকে একটি মাস্ক,১টি পেঁয়াজ, ১ জোড়া হাত মোজা, একটি দেশলাই পাওয়া গেছে। 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

 

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬