হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে পুকুর থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কৃষ্ণণারামপুর এলাকার পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রিয়ন্তা ভাস্কর (১১) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। 

রোববার সকালে ইসলামিয়া সড়কের সুইপার কলোনির পার্শ্ববর্তী বন বিভাগের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত প্রিয়ন্তা ভাস্কর ওই কলোনির রঞ্জিত ভাস্করের মেয়ে। সে হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বন বিভাগের পুকুরের মধ্যে প্রিয়ন্তাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কলোনির লোকজন। দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্বজনেরা জানান, চলতি বছর পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে উঠেছিল প্রিয়ন্তা। সকালে ঘর থেকে কাপড় নিয়ে ধোয়ার জন্য বন বিভাগের পুকুরে যায় সে। ঘাটে পা পিছলে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তাঁরা। 

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

ঠান্ডাজনিত রোগে সাত দিনে পাঁচ শিশুর মৃত্যু

নোয়াখালীতে অটোরিকশার নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, নিহত ১

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

বেগমগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত