হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিলে বিএনপির দুই দলের সংঘর্ষ, আহত ৮ নেতা-কর্মী

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নোয়াখালী চাটখিলে বিএনপি ও যুবদলের সংঘর্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবস উপলক্ষে দুই দলের আলোচনা সভায় এ সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে গোলাগুলিও হয়।

উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম জগলু সংঘর্ষের তথ্য আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

যুবদল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে নোয়াখলা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে কড়িহাটি উচ্চবিদ্যালয় মাঠে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতা-কর্মী ও সমর্থকেরা অনেকেই অংশ গ্রহণ করেননি। মঙ্গলবার বিকেলে একই স্থানে উপজেলা যুবদল নেতা জগলুর নেতৃত্বে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভার শেষে দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গোলাগুলিও হয়। এতে স্থানীয় কড়িহাটি বাজারে জনমনে আতঙ্ক সৃষ্টি হলে দোকান পাঠ বন্ধ করে লোকজন এলাকা ছেড়ে চলে যায়।

আহতদের মধ্যে যুবদলের নেতা নাছির উদ্দিন (৩৭), টিপু (৩৫) ও রাশেদকে (৩৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত অন্যান্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা