হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক চাপায় দুই মাদ্রাসাছাত্র নিহত

প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামানের ছেলে গাজী মো. আশকার মাশফি (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগনে। একই ঘটনায় আহত হন মোটরসাইকেল চালক মনিরুজ্জামান কোরাইশী (২৩)। সে নিহত গাজী মো. আশকার মাশফির বড়ভাই।

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস তাঁর ভাই আশকার ও ভাগনে মিনহাজুল ইসলামকে দারুল আক্রাম মাদ্রাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। পরে সকাল ৭টার দিকে ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট-পেস্কারহাট রাস্তার মাথা সড়কে পৌঁছালে বিপরীতগামী একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মাদ্রাসাছাত্র নিহত হয়। আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান কোরাইশী।

মনিরুজ্জামানকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের আপত্তি না থাকলে নিহতদের লাশ স্বজনদের কাছে দেওয়া হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালাতক রয়েছে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ