হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

হাতিয়ার প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিন সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক ছিল হাতিয়া রহমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ। উপজেলা এ এম উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ছেলে, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা তাওফীকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ ইউ এম ইদ্রিস। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ আবু সালেহ মো. নেছার উদ্দিন, অধ্যক্ষ আব্দুল কাদের, অধ্যক্ষ বাহাউদ্দিন, অধ্যক্ষ আব্দুল গফুর, অধ্যক্ষ সুলতান আহম্মদ, সুপার আবু জাফর মুহাম্মদ ইকবাল, প্রধান শিক্ষক আ ন ম হাসান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ হাফেজ মো, আবুল কাশেম, মরহুমের দৌহিত্র সাব্বির আহমদ তাফসির, নিউমার্কেট সেক্রেটারি আলহাজ মো. আব্দুল কাদের, সুপার মাওলানা মো. ইউসুফ, সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মো. আকবর আলী, পরিষদের সাবেক সেক্রেটারি মো. শাহাদাত হোসেন।

সঞ্চালনা করেন প্রভাষক মো. ইব্রাহিম খলিল উল্লাহ।

বক্তারা প্রখ্যাত মুহাদ্দিস রুহুল আমিনের সামাজিক, রাষ্ট্রীয় ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানসহ জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন।

সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা