হোম > সারা দেশ > নোয়াখালী

৬১৫ কেজি ইলিশসহ ৯৩ জেলেকে আটক করল কোস্ট গার্ড

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

কোস্ট গার্ডের হাতে আটক জেলে ও জব্দ ইলিশ মাছ। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরায় ছয়টি ট্রলারের ৯৩ জেলেকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। এ সময় ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জব্দ মাছ এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া মৎস্য বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ ও এফবি মায়ের দোয়া নামে ছয়টি ট্রলার আটক করা হয়। এগুলো তল্লাশি করে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশ জব্দ করা হয় এবং ৯৩ জেলেকে আটক করা হয়।

পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা ফয়েজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত ট্রলারের মালিকদের ৪ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। এ ছাড়া ৯৩ জেলেকে মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সরকার প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা