হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রিজভীর ভাইকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদীতে হামলায় আহত স্কুলছাত্র শাহরিয়ার হাসান রিমন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালী জেলা শহর মাইজদীতে শাহরিয়ার হাসান রিমন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই। গতকাল রোববার বিকেলে মাইজদীর বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।

রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকায় পরিবারের সঙ্গে থাকে। তার গ্রামের বাড়ি হাতিয়া উপজেলায়।

জানা গেছে, রিমন নোয়াখালী পৌর এলাকার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুই দিন আগে তার স্কুলের বন্ধুদের সঙ্গে বহিরাগত কয়েকজনের বাগ্‌বিতণ্ডা হয়। তখন রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে, ‘আমি শহীদের ভাই। আমি চাই না আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক।’ পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এতে তারা রিমনের ওপর ক্ষুব্ধ হয়।

গতকাল বিকেলে স্কুল থেকে বাসায় যাওয়ার পথে বহিরাগত ছেলেরা রিমনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা রিমনের পিঠে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রিমনকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে হামলাকারীদের আটকের দাবিতে সুধারাম মডেল থানার সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

নোয়াখালীর মাইজদীতে হামলায় আহত স্কুলছাত্র শাহরিয়ার হাসান রিমন। ছবি: আজকের পত্রিকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক আরিফুর ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। কার ইন্ধনে হামলা হয়েছে, বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। অতি দ্রুত জড়িতদের আটক না করলে কঠোর আন্দোলন করা হবে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক আজকের পত্রিকাকে বলেন, হামলার ঘটনায় আহত কিশোরের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের