হোম > সারা দেশ > নোয়াখালী

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে ৩৬ হাজার গাছের চারা রোপণ আর্জেন্টিনা সমর্থকদের

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের এক মাস পূর্তি উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে ৩৬ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করছেন আর্জেন্টিনার সমর্থকেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ শুরু করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা। ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত তাঁদের গাছের চারা রোপণ ও বিতরণ উৎসব চলবে।

গাছের চারা রোপণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরবাটা খাসের হাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমানউল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখ। 

আর্জেন্টিনার সমর্থক অনুপম ফকির বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর বৃক্ষপ্রেমী মো. সাখাওয়াত উল্যাহ ঘোষণা দিয়েছিলেন, সারা দেশে ১০ হাজার চারা রোপণ করবেন। সে জন্য দেশের সাত জেলায় গাছও পৌঁছে গেছে। তখন আমি অনুপ্রেরণা দিলাম, ‘৩৬ বছর পর বিশ্বকাপ পাইলাম, তোমরা গাছ দিবা ১০ হাজার! কিছু হইল!! ৩৬ হাজার দাও, একটা ভালো উদ্‌যাপন হোক। তাই মাস পূর্তিতে ৩৬ হাজার সম্প্রীতির গাছের উৎসব শুরু হলো।’ 

আর্জেন্টিনার সমর্থক ও গাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোক্তা মো. সাখাওয়াত উল্যাহ বলেন, ‘১৮ জানুয়ারি চরবাটা খাসের হাট স্কুল থেকে এই ৩৬ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠান শুরু হলো। আগামী ৩৬ দিনের মধ্যে এই কর্মসূচি সম্পন্ন হবে। এর ফলে আমাদের ১ লাখ ১১ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন হবে। ১ লাখ চারার মাইলফলক শেষ হলে আমরা নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সারা দেশে আমাদের কার্যক্রম নতুনভাবে শুরু করব।’

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের