হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর চারটি হাসপাতালে এনসিডি কর্নারের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে নোয়াখালী জেনারেল হাসপাতাল, বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মডেল এনসিডি কর্নারের উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া এনসিডি কর্নারের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম (এনসিডিসি) বাস্তবায়নে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে একটি এনসিডি ট্রেনিং সেন্টারের (আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র) উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনসিডি কর্নার ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তর এনসিডিসি লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন। এ সময় তিনি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, এনসিডিসির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. ফজলে এলাহী খাঁন, প্রোগ্রাম ম্যানেজার-২ ডা. শহিদুল ইসলাম, প্রোগ্রাম ম্যানেজার-৩ ডা. রফিকুল সালেহিন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মিলন, নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারাসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। 

ডা. ফজলে এলাহী খাঁন জানান, এনসিডি কর্নার থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের রোগীরা প্রথমে বিনা মূল্যে এক মাসের জন্য সকল ওষুধ পাবেন। পরবর্তীতে এ ওষুধ শেষ হলে চিকিৎসকের পরামর্শমতে পর্যায়ক্রমে সুস্থ হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ওষুধ সরবরাহ পাবেন এসব রোগীরা। এ ছাড়াও ডায়াবেটিস রোগীরা ফলোআপ বই ও পরীক্ষার ব্যবস্থা পাবে। কর্নারগুলোতে সব সময় হাঁপানি রোগীদের জন্য ওষুধের ব্যবস্থাও রয়েছে। 

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ