হোম > সারা দেশ > নোয়াখালী

ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় মারধরে অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে মারধরে সাইফুল ইসলাম কিরণ (২৭) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজান নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া বাজারে এ ঘটনা ঘটে।  

নিহত কিরণ একই ইউনিয়নের প্রসাদপুর দাইবাড়ির মৃত হানিফের ছেলে। আটক মিজান একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল হাশেম মুন্সিবাড়ির মৃত নাজির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার সোমপাড়া বাজারের থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী মিজান। অটোরিকশাচালক কিরণ তাঁর পূর্বপরিচিত ছিলেন। গতকাল সোমবার বিকেলে মিজান স্ত্রী-সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অটো ভাড়া করতে বাজারে যান। এ সময় ভাড়া নিয়ে কিরণের সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে অটোচালক কিরণ মিজানের ভাড়া না নিয়ে সেখান থেকে অন্য যাত্রী নিয়ে অলিপুরে চলে যান। রাতে অটোরিকশাচালক কিরণ বাজারে এসে বমি করে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এদিকে কিরণের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা মিজানের দোকানে হামলা করে তাঁকে মারধরের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের স্বজনদের অভিযোগ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর কবিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

আমনের বাম্পার ফলনে হাতিয়ার চরাঞ্চলের কৃষকের মুখে হাসি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের ২ মামলা