হোম > সারা দেশ > নোয়াখালী

চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা

প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী) 

নোয়াখালীর চাটখিল পৌর শহরের খিলপাড়া রোডে অবস্থিত চাটখিল চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার। গতকাল বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে তিনি নিশ্চিত করেন।

বুধবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তিনি। এ অবস্থায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই হাসপাতাল দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে রোগীদের হয়রানিসহ চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম করে আসছে। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সিভিল সার্জন আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনে আসেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়ে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখার আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালটি পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল না থাকাসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় এর সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে এটি সিলগালা করা হয়েছে।’

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের