হোম > সারা দেশ > নোয়াখালী

শান্তিপূর্ণ পরিবেশে চলছে নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন 

নোয়াখালী প্রতিনিধি

শান্তিপূর্ণ পরিবেশে নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সোমবার উপজেলার নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে দুপুর ২টা পর্যন্ত।

এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু নির্বাচিত হওয়ায় শুধু সাধারণ ও সংরক্ষিত নারী আসনের সদস্য পদে ভোট গ্রহণ হচ্ছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় চেয়ারম্যান পদে আবদুল ওয়াদুদ পিন্টু, সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড থেকে মাসুদুর রহমান শিপন ও ৯ নম্বর ওয়ার্ডে মহি উদ্দিন নির্বাচিত হয়েছেন। 

এদিকে জেলার নয়টি উপজেলা ও আটটি পৌরসভায় মোট সাধারণ সদস্য পদে ২৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জনসহ মোট ৪২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছে ১ হাজার ৩০৬ জন। 

সকাল থেকে সদর, বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের মোটামুটি উপস্থিতি রয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রশাসনের লোকজন কাজ করে যাচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি। 

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

নোয়াখালীতে বিআরটিসির ডিপোতে দুটি দোতলা বাসে আগুন

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে গিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর কবিরহাটে যুবককে কুপিয়ে হত্যা

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

হাতিয়ায় অজ্ঞান পার্টির প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার

আমনের বাম্পার ফলনে হাতিয়ার চরাঞ্চলের কৃষকের মুখে হাসি

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের ২ মামলা