হোম > সারা দেশ > নোয়াখালী

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবি, ১৫ রোহিঙ্গা উদ্ধার

প্রতিনিধি, নোয়াখালী

বঙ্গোপসাগরে ৪০ জন রোহিঙ্গাসহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাকি রোহিঙ্গারা নিখোঁজ ছিলেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তথ্যগুলো নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ভাসানচর ক্যাম্প থেকে নৌকা যোগে ৩০ থেকে ৪০ জন রোহিঙ্গা পালিয়ে চট্টগ্রামে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের নৌকাটি ভাসানচরের ১৫ থেকে ২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রামের বঙ্গোপসাগরে পৌঁছালে ডুবে যায়। খবর পেয়ে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা তাদের উদ্ধারে নামে। এ পর্যন্ত ১৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে আব্দুর রহমান নামের একজন ফিশিং ট্রলারে চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় চলে গেছে। বর্তমানে সে সাতকানিয়ার কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে রয়েছে। নৌকা ডুবির ঘটনায় আব্দুর রহমানের পাঁচ সন্তান এখনো নিখোঁজ রয়েছে। তাঁরা হচ্ছে, সুপাইরা (৮), কিসমত আরা (৬), ফেরদৌস (৫), সকিনা (৪), নুর আয়েশা (৩ মাস)। তাঁরা সবাই ভাসানচরের ৫০ নম্বর ক্লাস্টারের সি -৭/৮ রুম এফসিএন-১৯২৩৫ তে থাকত।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা