হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ‘আলু সিন্ডিকেটের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ভোক্তাদের জিম্মি করে অতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জড়িত আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

কনসাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (সিওয়াইবি) আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে প্রান্তিক পর্যায়ের কৃষকেরা আলুসহ কাঁচা শাকসবজির ন্যায্যমূল্য না পেয়ে হতাশায় দিন কাটাচ্ছেন। তপ্ত রোদে পুড়ে চাষাবাদ করেও লোকসান গুনতে হয় তাঁদের। অন্যদিকে অসাধু আড়তদারেরা সিন্ডিকেট করে খুচরা বাজারে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন এসব পণ্য।

এ সময় অভিযোগ করা হয়, সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে সঠিক নজরদারি করা হচ্ছে না। মাঝেমধ্যে কিছু অভিযান চালালেও এ সিন্ডিকেটের কিছুই করতে পারছে না সরকার।

দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ