হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় মাছ ধরার ৪ ট্রলারডুবি, এখনো নিখোঁজ ১ জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগর ও মেঘনা নদীর নিঝুম দ্বীপও সূর্যমুখী এলাকায় মাছ ধরার চারটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া ট্রলারগুলো থেকে ৫৭ জন জেলেকে জীবিত উদ্ধার করেছেন অন্য জেলেরা। তবে এ ঘটনায় আরিফ হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছেন। সন্ধান মেলেনি ডুবে যাওয়া ট্রলারগুলোর।

এদিকে বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ডের সদস্যরা এটিকে উদ্ধার করে নিয়ে আসেন। 

হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার ট্রলারডুবির ঘটনা নিশ্চিত করে বলেন, সাগরে একাধিক ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নিঝুম দ্বীপে দুটি ট্রলারের জেলেদের উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। সূর্যমুখী ঘাটের একটি ট্রলারের ৯ মাঝিমাল্লাকেও উদ্ধার করা হয়েছে। এখানকার আরও একটি ট্রলার উদ্ধার করা হয়। তবে ট্রলারডুবির ঘটনায় এখনো এক জেলের খোঁজ মেলেনি। এ ছাড়া বুড়িরদোনা ঘাটের একটি ট্রলার সাগরে ইঞ্জিন বিকল হলে কোস্ট গার্ডের সদস্যরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসেন। 

নিখোঁজ আরিফ হোসেন বুডিরচর জোড়খালী গ্রামের খবির উদ্দিনের ছেলে। তিনি সিরাজ ডুবাইর ট্রলারের জেলে ছিলেন।

গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করে আনা হয় ডুবে যাওয়া ট্রলারের ৫৭ জন মাঝিমাল্লা ও জেলেকে। 

উল্লেখ্য, লঘুচাপের কারণে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় হাতিয়ার মেঘনা নদীতে অস্বাভাবিকভাবে জোয়ারের পানি বেড়েছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপসহ হাতিয়ার বিভিন্ন নিম্নাঞ্চল। হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌচলাচল বন্ধ রাখা হয়েছে।

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান