হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে ভাঙা সেতু থেকে খালে পড়ে শিশুর মৃত্যু

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভাঙা সেতু থেকে খালে পড়ে জায়েদ হাসান (৪) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার দুপুরে চরজব্বর থানায় এ ঘটনার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে পুলিশ। 

নিহত জায়েদ হাসান উপজেলার মধ্য ব্যাগ্গা গ্রামের মো. মাসুদের ছেলে। 

নিহতের বাবা মো. মাসুদ জানান, নিহত জায়েদ বিকেলের দিকে তার বাড়ির থেকে পাশেই নানার বাড়িতে যায়। একপর্যায়ে একা নানার বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে সড়কে থাকা ভেঙে যাওয়া সেতু দিয়ে খাল পার হওয়ার সময় খালের পানিতে পড়ে ডুবে মারা যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। 

ইউপি সদস্য মো. খলিল উল্যাহ বলেন, ‘শিশুটির নানার বাড়ি থেকে ফেরার পথে ভেঙে পড়া সেতুর থেকে পা পিছলে পড়ে মারা গেছেন। সেতুটি নিয়ে গত ৭ অক্টোবর আজকের পত্রিকায় শিরোনামে ‘ভাঙা সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল” খবর প্রকাশের পর আমি স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছি। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর মধ্যে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে একা সেতু পার হতে গিয়ে খালে পড়ে মারা যায়।’ 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

সুবর্ণচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. শাহজালাল বলেন, সেতুটির ব্যাপারে আগে থেকেই পদক্ষেপ নেওয়া আছে। সেতুটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাভুক্ত না। গেল ডিসেম্বরে সেতুটি সার্ভে করে আওতাভুক্ত করার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আওতাভুক্ত হলে সেতুর ধরন অনুযায়ী তৈরির জন্য ব্যবস্থা নেব। 

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের