হোম > সারা দেশ > নোয়াখালী

সোনাইমুড়ীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ১

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর শাহাদাত হোসেন সজীব (১৫) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনি (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

আজ বুধবার সকাল সাড়ে  ১০টার দিকে উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

শাহাদাত ওই গ্রামের মৃত শওকত আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, গত সোমবার দুপুরে বাড়ির ছেলেদের সঙ্গে মারবেল খেলে সজীব। এরপর বিকাল থেকে নিখোঁজ হয় সে। তার পরিবারের লোকজন ও স্বজনেরা খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার রাতে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। বুধবার সকালে পুকুরে সজীবের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, সজীবের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য রনি নামে স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা

হাতিয়ায় চর দখল নিয়ে গোলাগুলি: সামছুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা হয়েছে: ছাত্রদল সম্পাদক নাছির

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম