হোম > সারা দেশ > নোয়াখালী

আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে হত্যা, গ্রেপ্তার ৩ 

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের বিষ্ণুপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইউছুফ (৩৫) নামে এক প্রবাসী নিহত হন। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের চোরবাবাড়িতে এ ঘটনা ঘটেছে। 

নিহত মো. ইউছুফ সৌদি আরবপ্রবাসী এবং বিষ্ণুপুর গ্রামের শরীয়ত উল্যার ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন নুরনবী (৫৮), নুরনবীর ছেলে সোহেল (২৮) ও রুবেল (৪০)। তাঁদের বাড়ি উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী। 

নিহতের বাবা শরীয়ত উল্যাহ বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে একই বাড়ির সোহেল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় বিরোধীয় স্থানে আম পাড়াকে কেন্দ্র করে একই বাড়ির সোহেল, রুবেল ও নুরনবীর সঙ্গে ইউসুফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরনবী, তাঁর ছেলে সোহেল ও রুবেল সংঘবদ্ধ হয়ে প্রবাসী ইউছুফ ও তাঁর ভাই কবিরকে (৪২) পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১১টায় কর্তব্যরত চিকিৎসক ইউছুফকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সেনবাগ থানার এসআই আব্দুল আউয়াল আরও পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেন। 

প্রবাসী হত্যার ঘটনার স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমি অপরাধীদের শাস্তি দাবি করি।’ 

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘নিহতের বাবা শরীয়ত উল্ল্যাহ বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা রুজু করেছেন। ময়নাতদন্ত শেষে পরিবার মৃতদেহ গ্রহণ করেছে।’ 

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান