হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, ডিবিসহ পুলিশের একাধিক দল।

রোববার বিকেল ৩টার দিকে ৭ নম্বর ওয়ার্ড উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই বাড়ি বা এলাকার লোকেরা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাকলা গ্রামের হারুনের বাড়িতে থাকা সেপটিক ট্যাংক মধ্যে একটি লাশ রয়েছে মোবাইলে এমন খবর পেয়ে সেটি দেখতে যায় লোকজন। একপর্যায়ে ট্যাংকের ওপরে থাকা ঢাকনার ফাঁক দিয়ে মানুষের একটি পা দেখতে পায় তারা। বিষয়টি সুধারাম মডেল থানায় জানানো হলে পুলিশ, পিবিআই ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ব্যক্তির লাশটির শরীরের বেশির ভাগ অংশে পচন ধরেছে। বাড়ির লোকজন বলছে সেপটিক ট্যাংকে লাশ আছে বলে একজন তাদের মোবাইলে অবগত করেছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে যুবক নিহত

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ