হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে মদ-জুয়া ও অশ্লীলতার দায়ে মুক্তিযোদ্ধা মেলা বন্ধ করল প্রশাসন 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত ‘মুক্তিযোদ্ধা মেলা’ মদ-জুয়ার আড্ডা ও অশ্লীলতার দায়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে মদ-জুয়া ও অশ্লীলতার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবা উল আলম ভুঁইয়া মেলাটি বন্ধ করে দেন। 

বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, মেলায় মদ-জুয়াসহ অশ্লীল কার্যক্রম চলছে বলে মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা সভায় অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধারা। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদও প্রকাশিত হয়। পরে দুপুরে অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

মেলা বন্ধের অভিযানে সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান উপস্থিত ছিলেন। 

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বাজারে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কথা বলে ১২ দিনের মুক্তিযোদ্ধা মেলার অনুমোদন নেন চরফকিরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সমীর। 

উল্লেখ্য, মেলায় আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের ছবি টাঙিয়ে গত কয়েক দিন নগ্ন নৃত্য, মদ-জুয়ার আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশ হয়। তা ছাড়া এ বিষয়ে প্রতিবাদ করে আসছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

জানতে চাইলে মেলার আয়োজক সমীর মেম্বার বলেন, ‘আমরা মেলার শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা করেছি। তবে মেলাটি বন্ধ করে দেওয়ায় মেলায় আসা ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।’ 

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নোয়াখালীর বেগমগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান