হোম > সারা দেশ > নোয়াখালী

গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, নোয়াখালীর সেই গ্রাম পুলিশ আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় বাড়িতে ঢুকে গৃহবধূকে পিটিয়ে আহত করা সেই গ্রাম পুলিশ নুর হোসেনকে (৩০) আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালাদরাপ ইউপির ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে আটক করা হয়। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিযুক্ত গ্রাম পুলিশ নুর হোসেনকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়েছে। পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মারধরের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, গ্রাম পুলিশ নুর হোসেন ভুক্তভোগী গৃহবধূকে একটি লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। এ সময় পাশে গৃহবধূর ছেলে কান্না করছিল। পরে নির্যাতিত ওই নারীকে উদ্ধার করতে এগিয়ে আসেন বাড়ির কয়েকজন নারী। 

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিলে বুধবার বিকেলে ওই গ্রাম পুলিশকে শোকজ করা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে সুধারাম মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূর হোসেনকে আটক করে। 

জানা গেছে, কালাদরাপ ১ নম্বর ওয়ার্ডের ইউনুছের বাড়ির সীমানা নিয়ে পার্শ্ববর্তী সাহাব উদ্দিনের বিরোধ চলছিল। গত ১৯ জুলাই সকালে গ্রাম পুলিশ নুর হোসেন ওই বাড়িতে গিয়ে টিনের সীমানাটি চার হাত উত্তরে সরিয়ে ফেলতে চাইলে তাতে বাধা দেন ভুক্তভোগী নারী। এ সময় নুর হোসেন তাঁকে প্রথমে অকথ্য ভাষায় গালমন্দ এবং পরে এলোপাতাড়ি মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে ২০ থেকে ২৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নেন ওই নারী। বুধবার ওই নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সচেতন মহল ও প্রশাসনের নজরে আসে।

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত