হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে শিক্ষককে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলার বানদত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকেরা। আজ সোমবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. আলমগীর, কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, বানদত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূধন নাথ, আহত শিক্ষকের স্ত্রী আফরীন আক্তার, প্রাক্তন শিক্ষার্থী সিহাব উদ্দিন মাহিসহ অনেকেই। 

বক্তারা বলেন, গত ৭ এপ্রিল বৃহস্পতিবার নোয়াখালী শহরের পশ্চিম মহোদুরীর বাসায় শিক্ষক নিজাম উদ্দিনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হামলাকারী সন্ত্রাসী শাহাদত হোসেন প্রান্ত, মোয়াজ্জেম হোসেন ফাহাদকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঘটনার এত দিন অতিবাহিত হওয়ার পরও কোনো আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। 

মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নোয়াখালীতে পিকআপের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

হাতিয়ায় শিক্ষার্থীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ, বিক্ষোভ

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

শিক্ষক ছাত্রীকে নিয়ে পালানোর জেরে মাদ্রাসায় আগুন

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত