হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আগুনে পুড়েছে ১৬ দোকান। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মন্নাননগর বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তাতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, গতকাল রাত ১টার দিকে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মাইজদী ও সুবর্ণচর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই একটি কাপড়ের দোকান, তিনটি চায়ের দোকান, একটি মুরগির দোকান, তিনটি মুদি দোকানসহ ১৬টি দোকান পুড়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় আটক ৩, কিছু স্বর্ণ উদ্ধার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ৯

মেরামতের অভাবে চরে মিশে গেল দুই গুচ্ছগ্রাম

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টি, চারজনকে জরিমানা

চাঁদা না দেওয়ায় হাতিয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ

ভেসে আসা কোরালে ‘কপাল খুলল’ আনোয়ারের

হাতিয়ায় গোলাগুলির দুই দিন পর সামছুর লাশের সন্ধান, নিহত বেড়ে ৬

হাতিয়ায় ৫ জন নিহতের ঘটনায় হত্যা মামলা