নোয়াখালী হাতিয়ায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির বাবা আজ সোমবার সকালে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের চরলটিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি তিন সন্তানের জনক।
ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে কলেজে যাওয়ার সময় রিপন প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দিলে ভুক্তভোগী বিষয়টি তাঁর বাবাকে জানায়। বাবা রিপনের পরিবারকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি দেন। গত শনিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রিপনসহ কয়েকজন রাস্তা থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যান।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা রিপনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। রিপনের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’